নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলী কবীরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ২৩ জুলাই, বুধবার সকালে জামালপুর শহরের স্টেশন রোডে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার কাকলী কবীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।