জামালপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার, মিটফোর্ড ব্যবসায়ী সোহাগকে পাশাবিকভাবে খুন, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে জেলা শ্রমিকদল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই, বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ হয়।

জামালপুর জেলা শ্রমিক দলের সাবেক সদস্য মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও মোঃ রন্জু খান এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জেলা ট্রাক মালিক সমতির সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন মঙ্গল।

বিক্ষোভ সমাবেশে জেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা গেইটপাড় গিয়ে শেষ হয় মিছিল।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ