জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদল নেতার মাদক সেবনের ছবি ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া

Md Mahabubur Rahman

রমজান আলী মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদল-এর সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. বাবুলের পুত্র।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেইজে প্রকাশিত ছবিতে দেখা যায়, শাকিল প্রকাশ্যে কয়েকজনের সঙ্গে বোতলে পাইপ বসিয়ে গাঁজা সেবন করছেন। তার কাছাকাছি ছিলেন আরও তিনজন যুবক। ছবি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা শুরু হয়। মাদারগঞ্জের কয়েকজন ছাত্রদল নেতা দ্রুত তাকে সংগঠন থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

গত ১৬ জুলাই জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের ৯ সদস্যের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রদল। কিন্তু ঘোষণার মাত্র এক মাসের মধ্যেই সাধারণ সম্পাদককে নিয়ে এমন বিতর্ক সৃষ্টি হলো।

এ বিষয়ে শাকিল বলেন, “এটি আমার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র।”

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, “ঘটনা সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, “জামালপুর জেলা ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে। ভাইরাল হওয়া ছবিটি আমরা দেখেছি, ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, “ছাত্রদলে মাদকাসক্তদের কোনো স্থান নেই। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, “যারা গাঁজা সেবন করে ও এমন ঘটনায় জড়িত হয়ে ভাইরাল হয়, তাদের ছাত্রদলে থাকার কোনো অধিকার নেই। মাদকের বিরুদ্ধে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি।
জামালপুর জেলা ছাত্রদল তাকে বহিষ্কার করেছে

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ