জামালপুর শহরে ভুয়া দলিল এর মাধ্যমে শক্তি ঔষধালয় এর জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি জামালপুর সদর :

জামালপুর শহরের মেডিকেল রোডে হযরত আলী মার্কেটের শক্তি ঔষধালয় দোকান ঘরের ভূমি, ভুয়া দলিল সৃষ্টির মাধ্যমে আত্মসাতের পায়তারাকারী শাহানা বেগম ও রেজাউল করিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ।

আজ ২১ ( সেপ্টেম্বর ) শনিবার দুপুর ১২ টা সময় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী জিলহজ্ব আলী নাদু সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য বলেন

আমার পিতা হযরত আলীর নামে জামালপুর সদর উপজেলার সিংহজানী মৌজার সিএস খতিয়ান নং- ৫৭৯, এসএ খতিয়ান নং-৪৭৪, বিআরএস খতিয়ান নং-৪১৮০, ভুক্ত সিএস দাগ – ২০৪১, বিআরএস দাগ নং- ৭৫৫০ নালিশী তফসিল ভুক্ত সম্পত্তি । বিআরএস খতিয়ান নং-৪১৮০ এর ৭৫৫০ নং দাগের ০৯৩৭ অযুতাংশ জমি আমার পিতা হযরত আলীর নামে । যা আমি পৈত্রিক সূত্রে ও দলিল মূলে মালিক হওয়ায় এই সম্পত্তির উপর বসবাসরত ভোগদখল করিয়া আসিতেছি।

কিন্তুু ভুমিদস্যু শাহানা রেজাউল দম্পতি ভূয়া দলিল সৃষ্টি করে আমার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি শক্তি ঔষুধালয়ের দোকান ঘরের মালিকানা দাবি করে যা সম্পূর্ণরূপে উদ্দেশ্যে প্রণোদিত ও বানোয়াট ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার শাহানা রেজাউল দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসনের সুদৃষ্টি ও বিচার প্রার্থনা করেন ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ