জামালপুর শহরে ৪৫ টাকা হালিতে ডিম,সবজি ২৫ থেকে ৫০ টাকায় বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন।

doinikjamalpurbarta

 মোঃ মোশারফ হোসেন সরকার জামালপুর প্রতিনিধি: সরকারিভাবে খোলা বাজারে ন্যায্যমুল্যে ডিম-সবজি বিক্রিয় কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে শহরের ফৌজদারী মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসন।

কিন্তু এক ঘন্টার মধ্যেই বিক্রয় কার্যক্রম শেষ হওয়ার খবর পাওয়া গেছে। এতে অনেক জনসাধারণ খবর পেয়ে ক্রয় করা থেকে বঞ্চিত হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে তাদের।

এ ব্যাপারে বিভিন্নজন ক্রেতারা বলেন, ন্যায্যমুল্যে ডিম-সবজি বিক্রয় করা এ সময়ের জন্য সরকারের একটি বেশ ভাল উদ্যোগ। তবে কিছু আড়তদার এবং খুচরা ব্যাসায়ীদের লোকজন ন্যায্যমুল্যের এ বাজারে এসে ভীড় জমিয়ে তারাই সব কিনে নিয়ে যাচ্ছে। তবে ন্যায্যমুলে ডিম-সবজি বিক্রয় কার্যক্রমে প্রশাসনের কঠোর নজরদারীর দাবি জানান তিনারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ