মোঃ বিপুল হোসেন, নান্দিনা প্রতিনিধি : চারটি ষাঁড়ের সাথে বাধা একটি মই প্রতিযোগিতার জন্য প্রস্তুত দুইজন নিয়ন্ত্রক। বাঁশি বাজতেই শুরু হয় দৌড়।
জামালপুর সদর উপজেলার শ্রীপুরে গরুর মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভীড় জমে।
বুধবার (০২ এপ্রিল) বিকেলে চারদিন ব্যাপী শ্রীপুর কুমারিয়া ঠান্ডা মার্কেটের উদ্যোগে দ্বিতীয় দিন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জামালপুরসহ শেরপুর, টাংগাইল,সিরাজগঞ্জ থেকে আসা ৩১ জোড়া ষাঁড় গরু অংশ নেয়।
চারটি ষাঁড় গরুর সাথে মই নিয়ে তৈরি হয় একটি দল। প্রতি দলে দুইজন থাকেন নিয়ন্ত্রক হিসেবে। প্রতিবছরই এমন খেলার আয়োজন করে থাকে আয়োজকরা। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে হারিয়ে যাওয়া মই দৌড় দেখতে আসেন শিশু থেকে বৃদ্ধ,নারী-পুরুষসহ হাজারো মানুষ। দর্শকদের হাতে তালিতে মুখরিত হয়ে উঠে চারপাশ।
এসময় শেরপুর থেকে আসা একজন প্রতিযোগী জানান, আমি একজন ব্যবসায়ী পাশাপাশি দীর্ঘ পনের বছর যাবত দেশের এই খেলায় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি। প্রতিনিয়ত খেলায় জয়ের জন্য অংশ গ্রহণ করি এবং বিভিন্ন জায়গায় পুরষ্কার পেয়েছি।
দর্শকরা জানান, প্রত্যেক বছর এই ঐতিহ্যবাহী মই দৌড় অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা আমাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দেয়। আয়োজকদের বলবো হারিয়ে যাওয়া এসব খেলা প্রত্যেক বছর আয়োজন করার দাবী জানাই।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সদস্য রোটারিয়ান আলহাজ আক্তারুজ্জামান ঠান্ডা, অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব স্বপন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরনো এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবী জানিয়েছে এলাকাবাসী।
প্রতিযোগিতায় ১ম বিজয়ী জিতে নেন ফ্রিজ, ২য় স্থান এলইডি টেলিভিশন এবং তৃতীয় বিজয়ীকে একটি সাইকেল পুরষ্কার দেয়া হয়।