নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :
জামালপুর-স্টেশন বাজার বাজার আশেক মাহমুদ কলেজ রোডে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ১৫ ই আগষ্ট) সকাল ১১টা থেকে বিকেল ১.০০ টা পর্যন্ত জসিমউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর মূল ফটকের সামনে আশেক মাহমুদ কলেজ রোডে
অবরোধ করে রাখে তারা।
জসিমউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পদত্যাগের আশ্বাস
এবং ৩০ মিনিটের মধ্যে পদত্যাগ পত্র দিয়ে ছাত্রদের হাতে তুলে দেন বিকেল ২ টার দিকে অবরোধ উঠিয়ে নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, ইসলামি দৃষ্টিকোণ যে পোশাক পরিধান করতে বলেছেন, সে পোশাক পড়ে পরীক্ষার্থীদের হলে প্রবেশ নিষেধ দেওয়ায় ও নির্যাতন করায় আমরা সাধারণ শিক্ষার্থী তার তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছি।
এরকম অধ্যক্ষ প্রতিষ্ঠানে থাকলে ইসলামী পোশাক হারিয়ে যাবে।
তারা আরো বলেন যে শিক্ষার্থী যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যায় তার আধা ঘন্টা পরে অ্যাডমিট কার্ড প্রদান করা হয়, যদি এক টাকা বাকী থাকে তাকে এডমিট কার্ড দেওয়া হয় না।
দৈনিক জামালপুর বার্তা প্রতিনিধি প্রতিষ্ঠানের চেয়ারম্যান কে মুঠোফোনে জিজ্ঞেস করলে শহীদুল্লাহ কায়সার ফারুক বলেন অধ্যক্ষ নিজের থেকে বহিষ্কার পত্রটি প্রতিষ্ঠানের কাছে দিয়েছে,আমি তাতে সাক্ষর করে তাকে বহিষ্কার করে কাছে ছাত্র-ছাত্রীদের কাছে প্রেরণ করেছি পত্রটি।