আ.লীগের সাধারণত সম্পাদক স্বপন গ্রেফতার।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা: জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর জজ আদালতের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটিকায় জামালপুর থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারন ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় রুজুকৃত ধারা-১৪৩/৪৪৭/১৪৮/৩০৭/৫০৬(২) দঃ বিঃ এর সাথে জড়িত জামালপুর পৌর ঈদগাহ্ মাঠের সামনে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্তীর সাথে সাথে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উল্লেখিত মামলার ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।

জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বপন (৫৮),পিতা-মৃত আঃ সামাদ,মাতা-মোছাঃ হাজেরা খাতুন,সাং-শৈলেরকান্দা, থানা ও জেলা-জামালপুর

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় গত ১৭ আগস্ট উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিঠু কর্তৃক রুজুকৃত মামলায় আজ মঙ্গলবার জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান স্বপনকে গ্রেফতার করা হয়েছে এবং বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ