জামালপুর সদর পূর্বাঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

doinikjamalpurbarta

মোঃ বিপুল হোসেন, নান্দিনা প্রতিনিধি : দীর্ঘ ২৯ দিন সিয়াম সাধনার পর সোমবার (৩১ মার্চ) ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নান্দিনাসহ জামালপুর সদর পূর্বাঞ্চলের প্রতিটি গ্রামে, পাড়া মহল্লায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

নান্দিনা কেন্দ্রিয় ঈদগাহ,খড়খডিয়া, রানাগাছা চকবেলতৈল ঈদগাহ , রনরামপুর ঈদগাহ লাহিড়ীকান্দা তেতুল তলা ঈদগা মাঠ, নরুন্দি বেপারীপাড়া ঈদগা মাঠসহ পূর্বাঞ্চলের সবকটি ইউনিয়নে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, শরিফপুর, ভালুকা, বাঁশচড়া, শ্রীপুর, লক্ষ্মীরচর, তুলশীরচর, ইটাইল, ঘোড়াধাপ, ভারুয়াখালী, হরিণাকান্দা এলাকায় প্রায় প্রতিটি গ্রামের ঈদগা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে আজ ঈদুল ফিতরের সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

প্রতিটি ঈদের জামাতে সারাবিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি, ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলামনদের সাহার্য্য কামনায় দোয়া করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ