ঝিনাইগাতী প্রতিনিধ : শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২০২৫ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের ব্লক প্রদর্শনীর ফসল কর্তনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ মে) উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান।
এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, খন্দকার মঞ্জুরুল হক, রবিউল আলম, নুর আলম, আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। সমলয় পদ্ধতির বিশেষত্ব
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করা হয়েছে।
এই পদ্ধতিতে কম খরচে এবং অধিক লাভের প্রত্যাশায় কৃষকরা অংশগ্রহণ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, “সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণ ও কর্তনে কৃষকরা সবদিক থেকে লাভবান হচ্ছেন। একসঙ্গে অনেক জমিতে চাষাবাদ, সেচ সুবিধা এবং সহজে কর্তন করা যায়। এতে খরচ কম হয় এবং লাভ বাড়ে।
” স্থানীয় কৃষকরা জানান, যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে বোরো ধান রোপণ ও কর্তন করায় তাদের সময় ও শ্রম কম লাগে। ফলে আগামীতে আরও বেশি জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার পরিকল্পনা রয়েছে তাদের।