ঠাকুরবাড়ী মন্দিরের জায়গা সংকুচিত করে মার্কেট নির্মান, আজীবন সদস্যকে বহিস্কারের অভিযোগ

doinikjamalpurbarta

স্টাফ রিপোর্টার : জামালপুরে শ্রী শ্রী রাধা জিউ মন্দিরের অবৈধ কমিটি পরিচালনায় নানা অনিয়ম,দূর্ণীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে অবৈধ কমিটি বাতিলের দাবিতে মন্দির পরিচালনা কমিটির সদস্যসহ ২৫০ জন সনাতন ধর্মালম্বীর গণ স্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছে জেলা প্রশাসকের কাছে।

অভিযোগে মন্দিরের জায়গা সংকুচিত করে মার্কেট নির্মানের পায়তারা, ২ বছর আগে মন্দিরের জমি অধিগ্রহনের ৫ কোটি ও ক্ষতিপুরনের টাকা কোথায় ও অগঠনতান্তিকভাবে আজীবন সদস্য বাবু দীপক কুমার সাহাকে বহিস্কার উল্লেখ রয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার দুপুরে গণস্বাক্ষরিত অভিযোগ জমা দিয়ে প্রতিকারের আবেদন করেছে মন্দিরের সনাতন ধর্মের ভক্তবৃন্দরা।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ১১ বছর আগে সাধারন সভা ছাড়াই অগঠনতান্ত্রিকভাবে ব্যবসায়ী বিরেন চন্দ্র দাসকে সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ্রকে সাধারন সম্পাদক করা হয় ক্ষমতাসীন দলের প্রভাবে।

গঠনতন্ত্র প্রতিবছর সাধারন সভা করে সাধারন সম্পাদকের প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, হিসাব নিরক্ষকের প্রতিবেদন ও প্রতি দুই বছর পর পর সাধারন সভা করে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করার নিয়ম থাকলেও দীর্ঘ একযোগ এসব কিছুই মানা হয়নি। চক্রটি
গঠনতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মনমতো মন্দির পরিচালনা করেছে।

এসব অনিয়ম দূর্ণীতির প্রতিবাদ করে কোন প্রতিকার না পেয়ে ২০১৯ সালে ৭ জন কার্যনির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেছিল। পরে সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ্র তার অনুগত আওয়ামীলীগের কর্মী সমর্থককে কমিটিতে কোঅপশন করে শুন্যস্থান পুরন করে এখানেও গঠনতন্ত্র মানা হয়নি।

২০২১ সালে সভাপতি বিরেন চন্দ্র দাস
মারা যাওয়ার পর সহ-সভাপতিদের জ্যেষ্ঠতা লঙ্গন করে ১১ নাম্বার সদস্য জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক বাবু দেবব্রত মধুনাগকে ভারপ্রাপ্ত সভাপতি পদে নিযুক্ত করা হয়।

একইভাবে ৫ আগষ্ট বিগত সরকার পতনের পর সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ্র আত্বগোপনে গেলে তারই অনুগত বাবু রঞ্জন কুমার সিংহ চপলকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়। বিজন কুমার চন্দ্র আত্বগোপনে থাকলেও এখনো তারই ইশায়ার মন্দির পরিচালিত হয়ে আসছে।

বিগত সময়ে পদত্যাগকৃত ও মৃত্যবরণকৃত সদস্যদের শুণ্যস্থান অনুগতদের দিয়ে পুরনে ও মন্দির পরিচালনা করায় সনাতন ধর্মালম্বী ও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। চলছে আলোচনা-সমালোচনা।

মন্দিরের জমি অধিগ্রহনের পর মেয়াদ উত্তির্ণ কমিটি মন্দির জায়গা সংকুচিত করে মার্কেট নির্মানের পায়তারার প্রতিবাদে ২৫০ জন গণসাক্ষরযুক্ত লিখিত আবেদন জমা দিলে বর্তমান মেয়াদ উত্তির্ণ দখলদার কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করে প্রতিবাদে নেতৃত্বদানকারী জামালপুর শহর পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও মন্দির পরিচালনা কমিটির আজীবন সদস্য বাবু দীপক কুমার সাহাকে অগঠনতান্ত্রিক উপায়ে বহিস্কার করেছে বলে অভিযোগে উল্লেখ করেছে।

মন্দির পরিচালনায় গঠনতন্ত্র উপেক্ষা করে নানা অনিয়ম, দূর্ণীতি,স্বেচ্চাচারিতা, অব্যাবস্থাপনা, অর্থ কেলেংকারী মন্দিরের জায়গা সংকুচিত করে মার্কেট নির্মান ও আজীবন সদস্য বাবু দীপক চন্দ্র সাহাকে অগঠনতান্ত্রিকভাবে বহিস্কার নিয়ে সতাতন ধর্মালম্বী মন্দিরের ভক্তবৃন্দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছ।

তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপে অবৈধ মেয়াদ উত্তির্ণ কমিটি বাতিল করে মন্দির পরিচালনায় গঠনতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠন ও বিদ্যমান সমস্যা নিরসনের দাবী জানিয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ