ড. ইউনুসের সরকার

doinikjamalpurbarta

ডেক্স রিপোর্ট দৈনিক জামালপুর বার্তা:

জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পর গঠিত হয় ড ইউনুসের সরকার।পর্বত সম প্রত্যাশা ছিল তাদের উপর।মানুষ আশায় বুক বেঁধেছিল।শুরু থেকেই স্বস্তিতে ছিল না এক সরকার।একের পর এক ঝামেলা লেগেই ছিল এই সরকার গঠিত হবার পর থেকেই।প্রথমে এলো বিগত সরকার নিয়োগ কৃত কতিপয় বিচারকের ষড়যন্ত্রে জুডিশিয়াল ক্যু, সংখ্যালঘু অত্যাচার ইস্যু,এরপর আনসার দের বিদ্রোহ, রিকশা অলাদের আন্দোলন,গার্মেন্টস শ্রমিক আন্দোলন( যা এখনো চলছে)ছাত্রদের চাকরির বয়স বাড়ানোর আন্দোলন, ইত্যাদি।এর মধ্যে মোকাবেলা করতে হচ্ছে বন্যা।এক বার হল কুমিল্লা ফেনি নোয়াখালি,আবার এখন হচ্ছে উত্তর বংগে।এদিকে বিগত সরকারের রেখে যাওয়া রিজার্ভ একেবারেই ছিল তলানিতে।যাই হোক উনারা চেস্টা করে যাচ্ছেন।
ড. ইউনুস তাঁর বিশ্ব ব্যাপি পরিচিতি কে কাজে লাগিয়ে চেস্টা করছেন বৈদেশিক সহযোগীতা আনতে এবং এতে তিনি কিছুটা সফল হলেও তার সরকার ব্যর্থ হয়েছেন দেশের আভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য নিয়ন্ত্রণ করতে।ফলে বাড়ছে জন মানুষের মনে চাপা অসন্তোষ।

ড ইউনুসের সরকারের উপদেস্টা পরিষদে দেখা যায় হিকমত ওয়ালা লোক বেশি হিম্মত ওয়ালা লোক কম। তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ সমন্বয় যেন নেই।ফলে একেক জন একেক রকম কথা বলছেন।তাঁর সেকেন্ড ইন কমান্ড ড আসিফ নজরুল যার জনপ্রিয়তা গত আন্দলোনের সময় ছিল আকাশ ছোয়া।এখন যেন সেটা একেবারেই মাটিতে পড়ে গেছে তার কিছু বিতর্কিত বক্তব্য এবং কাজের ধীর গতির কারনে।জনগনের প্রত্যাশা ছিল তিনি বিগত সরকারের বিরুদ্ধে একটা গণ তদন্ত কমিশন গঠন করবেন।কিন্তু সেটা হয়নি এখনো।জনগনের প্রত্যাশা ছিল গন হত্যার অভিযোগে তিনি সাবেক প্রধানমন্ত্রী কে দ্রুতই বিচারের মুখো মুখি দাড় করাবেন তার দুর্নীতি বাজ মন্ত্রী এম পি দের কেও বিচারের আওতায় আনবেন কিন্ত সেই কাজেও গতি নেই। ভুয়া মামলায় সাজা প্রাপ্ত ড মাহমুদুর রহমান কে উনি জেল থেকে মুক্ত করে আনতে পারেন নি এখনো।

ভারত এখনো বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা সমানে চালিয়ে যাচ্ছে। অথচ এর সমাম তালে জবাব দিতে ড ইউনুস ছাড়া আর কাউকেই সেভাবে সোচ্চার হতে দেখা যাচ্ছেনা।বিগত সরকারের তেল বাজ আমলারা এখনো সচিবালয় চালাচ্ছেন। ড ইউনুস জাতি সংঘে অসাধারন ভাষন দিয়েছেন কিন্তু চাঁদের কলংকের মত তার মঞ্চে সমন্বয়ক পরিচয় দিয়ে এমন একজন তার পাশে দাঁড়িয়েছিল যার সাথে আন্দোলনের কোন সম্পর্কই ছিলনা।এটা তার ব্যাক্তি গত নিরাপত্তা রক্ষি এবং প্রটোকল অফিসার দের চরম ব্যার্থতা।বিগত সরকারের আমলে যে সব ব্যাবসায়ীদের দুর্নীতির মাধ্যমে আংগুল ফুলে কলা গাছ হয়েছে তাদেরকে এবারো ড ইউনুস সাহেবের আশ পাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে।
বিগত আন্দোলনে যে সব ছাত্র জনতা মারা গিয়েছে এখন অবধি তাদের সঠিক এবং সুসঠু তালিকা প্রনয়ন হয়নি এবং আহতদের সকল কে সম্পুর্ন রাস্ট্রীয় খরচে সু চিকিতসার বন্দোবস্ত হয়নি।অনেকেই আজ বিনা চিকিতসায় পংগুত্ব বরণ করেছেন।তাদের পুনর্বাসনের ব্যবস্থাও নেয়া হয়নি

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ