তিতপল্লা ইউনিয়নের বালুয়াটায় রাস্তা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব,মানছেনা শালিস বৈঠকও

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুয়াটা এলাকায় যাতায়াতের রাস্তা নিয়ে মাসুদ পরিবার ও একই এলাকার শুকুর আলী পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

মানছেনা চেয়ারম্যানসহ এলাকাবাসির শালিস বৈঠকও৷ এ ব্যাপারে মাসুদুর রহমান বলেন,চরশী বালুয়াটা মৌজার বিআরএস ১১ নং খতিয়ানভুক্ত ৭৩৫ নং দাগের ১২ শতাংশ জমি তাদের ক্রয়কৃত।সেই জমিতে তারা বিভিন্ন প্রজাতির কাঠ গাছের চারা রোপন করেন।কিন্তু তাদের সেই রোপিত গাছ সম্প্রতি শুকুর আলী পরিবার ভেঙ্গে ফেলে।

এতেও তারা শুকুর আলী পরিবার ক্ষান্ত না হয়ে মাসুদ পরিবারের উপর চড়াও হয়ে তাদের অকথ্য ভাষায় বকাবকিসহ বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে।

এব্যাপারে শুকুর আলীর ছেলে ওয়াহাব ও সোহরাব বলেন,মাসুদ পরিবারদের সম্প্রতি কাঠ গাছ রোপিত জায়গা দিয়ে আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা,জায়গাটি যদিও ওদের কিন্তু আমাদের বাড়িত থেকে বের হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় ব্যবহার হয়ে আসছে ৷

এ ব্যাপারে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছেন শুকুর আলী পরিবার।ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম মিন্টু বলেন,শুকুর আলী পরিবারদের যাতায়াতের জন্য ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকাবাসি মিলে তাদের শরীকদের হতে সাত ফিট প্রশস্তের একটি বিকল্প রাস্তা বের করে দেয়া হয়েছে,কিন্তু তা তারা মানছেনা,অহেতুক শুকুর আলী ও তার দুই ছেলে মিলে এলাকার সম্ভ্রান্ত পরিবারের মানসম্মান হেয় করার চেষ্টা করছে,আমরা তা হতে দেবনা।

ঘটনার বিষয়ে স্থানীয় শ্রমিকদল নেতা সেলিম বলেন,শুকুর আলী পরিবার অন্যের জমি দিয়ে অন্যায় আবদারে রাস্তা চাচ্ছে,তাদের জন্য চেয়ারম্যানসহ এলাকাবাসি রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। তারা সমাজ সেবা কর্মকর্তাকে অহেতুক জড়িয়েছে,এখানে তার কোন সম্পৃক্ততা নেই।

বিষয়টি নিয়ে তিতপল্লা ইউনিয়ন পরষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ বলেন,শুকুর আলী পরিবারদের সড়কে বের হওয়ার জন্য বিকল্পভাবে সাত ফিটের একটি রাস্তা বের করে দেয়া হয়েছে,এসত্ত্বেও গাওরামি করছে তারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ