তুলসীপুরে ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন

doinikjamalpurbarta

মোঃ বিপুল হোসেন, নান্দিনা : জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে সাদিয়া নামের ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টায় তুলসীপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে কয়েকটি দাবী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, সাদিয়া ধর্ষণকান্ডে পলাতক আসামীকে দ্রুত গ্রেফতারসহ তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্য সুষ্ঠু তদন্ত করা এবং তা তুলসীপুর এলাকাবাসীর নিকট তুলে ধরতে হবে। এছাড়া এই ঘটনার যেসব ব্যক্তি অসৎ উপায়ে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন তাদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অভিযুক্ত আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানানো হয়।

এসময় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার ছাত্র-জনতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে আসামীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলেন।

উল্লেখ যে, গত শুক্রবার (১৪) মার্চ তুলসীপুরে সাদিয়া (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোরীকে একা ঘরে ডেকে নিয়ে সিএনজিচালক অভিযুক্ত লাল মিয়া(৬০) ধর্ষণ করে।মেয়েটির চিৎকার শুনে এক প্রতিবেশী উদ্ধার করে। এসময় ধর্ষণকারী পালিয়ে যায়। পড়ে এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ