নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা:জামালপুর সদর উপজেলার তুলসীপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স খান এন্টারপ্রাইজের মালিক মৃত জমির উদ্দিন খানের পুত্র আনিসুর রহমানের অকাল মৃত্যুর দুই বছর অতিবাহিত হলেও অগ্রণী ব্যাংক জামালপুর শাখা থেকে নেওয়া ৫ লক্ষ টাকার ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাঁর পরিবার।
আনিসুর রহমানের স্ত্রী কুসুম, দুই ভাই সানোয়ার হোসেন ও রোকন খান, এবং তাদের মা এখনো ব্যাংকের ঋণ পরিশোধের জন্য কোনো উদ্যোগ নেয়নি।
জানা গেছে, অগ্রণী ব্যাংক এর এসএমই ফাইন্যান্সিং কোম্পানি জামালপুর শাখা থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মেসার্স খান এন্টারপ্রাইজের প্রোপাইটর আনিসুর রহমানের কাছে ৫ লক্ষ টাকার চলতি মূলধন ঋণ মঞ্জুর করে। ঋণের শর্তাবলীর মধ্যে ছিল ব্যবসায়িক পণ্য ও সম্পত্তি ব্যাংকের জামানত হিসেবে বন্ধক রাখা এবং নির্দিষ্ট কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণ বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার ব্যাংকের ছিল।
যদিও ব্যাংককে এ ব্যাপারে অবহিত করার পর ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম এবং তৃতীয় পক্ষ জামিনদার তুলসীপুর কলেজের গ্রন্থাগারিক মোঃ হারুন অর রশিদ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেছিলেন, তবে এর পরই ঋণ পরিশোধ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই সময়ে, আনিসুর রহমানের ছোট ভাই সানোয়ার হোসেন খোকন খান ব্যাংকের অনুমতি ছাড়াই ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এবং ঋণের কোনো কিস্তি পরিশোধ করছেন না।
এদিকে, জানা গেছে, আনিসুর রহমান মৃত্যুকালে তার ব্যবসা প্রতিষ্ঠান বা সম্পত্তির কোনো ক্ষতি করেননি। বরং তিনি বাড়িতে গরুর খামার শুরু করেছিলেন এবং তুলসীপুর বাজারস্থ একটি প্লাস্টিক কোম্পানিতে এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন।
তবে, ঋণের তৃতীয় পক্ষ গ্যারান্টারকে ব্যাংক কর্তৃপক্ষ চাপ দিচ্ছে এবং গ্যারান্টারও ঋণের টাকা আদায়ের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।
গ্যারান্টার মনে করছেন, ব্যাংক ঋণ পরিশোধে উদ্যোগী না হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে। তবে ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে অক্ষমতা প্রকাশ করেছেন, যা এলাকাবাসী এবং গ্যারান্টারের কাছে রহস্যজনক মনে হচ্ছে।
এখন, গ্যারান্টার গ্রাম্য পরিষদ আদালতে মামলা দায়ের করেছেন এবং বিষয়টি উচ্চতর আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।