নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় জামালপুর সদর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ মার্চ) বিকেলে শহরের টিওবয়েলপাড় মোড়ে ছাত্রদল জামালপুর সদর দক্ষিণ শাখার উদ্যোগ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগ্ন সাধারণ সম্পাদক ছাত্রদল জামালপুর জেলা (দক্ষিন শাখার) মোঃ মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।
আরো উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী ( বীর মুক্তিযোদ্ধা) সিরাজুল হক,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম হোসেন মঙ্গল, শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক আছিরুল হক সৈকত,যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুজন, কোষাধ্যক্ষ শাহীন হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো. ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন, নাট্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা রিপন, পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এস এম মিজানুর রহমান মিলন, আপ্পায়ন বিষয়ক সম্পাদক সোহাগ রানা, গবেষণা বিষয়ক সম্পাদক রমজান আলী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তৌহিদ, সদস্য মো. বিলাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়ছার, সাইফুল ইসলাম, রকি তালুকদার, সজীব হোসেন ডোনা, সাইদুর, রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন,ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান লিমন,
হাদিউল ইসলাম রাব্বি, রবিন, বাপ্পি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরমান, সহ-দপ্তর সম্পাদক পপেল মিয়া, সহ-সম্পাদক হাসানুজ্জামান লিমন, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান চিশতি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক টিপু, সদস্য রকি, শহর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, জেলা জিসাসের সাধারণ সম্পাদক মো: সোহেল প্রমুখ।
আলোচনা সভায় সোহেল রানা খান বলেন, শেখ হাসিনাসহ তার মন্ত্রীপরিষদের সবাই এই দেশে নানা অপকর্ম করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এদেশের সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে। বিএনপি এদেশের জনগণের দল। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছে এবং আগামী দিনেও জনগণের পাশে থাকবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েছে কিন্তু তার দোসররা এখনও এদেশে রয়েছে। ফ্যাসিবাদের দোসররা যেন জনগণের ভাগ্য নিয়ে আগামী দিনে আর ছিনিমিনি খেলতে না পারে সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। বিএনপি যে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন সংগ্রামে রাজপথে আছে, সেই আন্দোলনকে যেন তারা কোন প্রকার বাধাগ্রস্ত না করতে পারে সেই দিকে সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
আলোচনা ও ইফতার মাহফিলে জেলা যুবদল,জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।