মঞ্জুরুল হক,জামালপুর : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়া গ্রামে আম্বিয়া (৩৫)নামে এক গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।নিহত ব্যক্তি ওই এলাকার রেলওয়ে কর্মচারী লাভলু মিয়ার স্ত্রী।
এলাকাবাসিরা জানান,ঘটনারদিন ২০২৩ সালের ১৫ বৃহস্পতিবার দুপুরে লাভলু মিয়া তার চাকরি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় লাভলুর প্রতিপক্ষরা পুর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়।
পরে স্বামীকে বাঁচাতে স্ত্রী আম্বিয়া এগিয়ে এলে তিনি ধারালো অস্ত্রে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।পরে এ ঘটনায় লাভলু মিয়া বাদি হয়ে লেবু মিয়াসহ ১০ জনকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।ঘটনার দিনই প্রধান আসামী লেবু মিয়াসহ আরও তিনজনকে আটক করে জামালপুর থানা পুলিশ।
এলাকবাসিরা জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই দুই যুগ আগে প্রতিপক্ষের হাতে খুন হন লাভলু মিয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে গাধু।
এলাকার সচেতন মহলরা বলছেন,গৃবধু আম্বিয়া হত্যার দুই বছর পেরুলেও এখন পর্যন্ত এ ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ,ঘটনাটি এখন দোয়াশায় দিন পার হচ্ছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে,এতে শুনা যাচ্ছে,বাদি লাভলু মিয়ার সহোদর ভাই লিটন মিয়ার কণ্ঠে তিনি বলছেন,লাভলু মিয়াই তার স্ত্রী আম্বিয়াকে কুপিয়ে হত্যা করেছে। এ নিয়ে এলাকায় বর্তমানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,হত্যাকান্ডেরদোয়াশা যেন কাটছেইনা।
গৃহবধু আম্বিয়া হত্যা মামলাটি এখন জামালপুর সিআইডিতে রয়েছে,তারাই ঘটনাটি বিভিন্নভাবে তদন্ত চালাচ্ছে বলে জানাগেছে।