Search
Close this search box.

দুদকের মামলায় দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের আই.সি.টি শিক্ষক কারাগারে।

doinikjamalpurbarta

মোঃ মোশারফ হোসেন সরকার দৈনিক জামালপুর বার্তা :

জামালপুর সদর উপজেলাধীন দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের আই.সি.টি শিক্ষক আহসান উল্লাহ জুলহাস জাল সনদে নিয়োগ নিয়ে প্রভাষক ও উপাধ্যক্ষ পদে চাকরি করে ৪৬ লক্ষ ৫৩ হাজার ৮৫০ টাকা আত্মসাতের কারণে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুর তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তে সত্যতা পাওয়ায় সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।

মামলার এজাহার থেকে জানা যায়, জামালপুর সদর উপজেলার ডোয়াইলপাড়া গ্রামের ওই শিক্ষক জাল সনদ তৈরি করে ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আই.সি.টি প্রভাষক পদে চাকরি নেন। পরে অবৈধভাবে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। জাল সনদে চাকরি করে ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ৪৬ লক্ষ ৫৩ হাজার ৮৫০ টাকা উত্তোলন করেন। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা গত বছরের ২৫ জুলাই তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারপর দুর্নীতি দমন কমিশন আহসান উল্লাহ জুলহাসের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং গত ২ জুলাই দুদকের চার্জশিট আদালতে গৃহীত হয়। ওই দিনই আদালত শিক্ষক নামের কলংঙ্ক আহসান উল্লাহ জুলহাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আজ ২৩ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ