দুর্নীতিবাজ ও অবৈধ ভোটে নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ-এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি জামালপুর

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামালপুর সদর উপজেলা’র তুলসীরচর ইউনিয়নের টিকরাকান্দি বাজার হতে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে তুলশীচর ইউনিয়ন পরিষদের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মিজানুর রহমান মিজান,জাহাঙ্গীর আলম (কালু),জাফর ইকবা, জুব্বার হোসেন প্রমূখ।উক্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন,
তুলশীরচর ইউনিয়রে বরাদ্দকৃত অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থা কর্মসূচীর প্রায় ৩৫০ জন শ্রমিকের মধ্যে যারা প্রকৃত শ্রমিক তাদের নিকট থেকে ১৫০০ (পনের হাজার) টাকা চেয়ারম্যান নগদ গ্রহন করে ৫০-৬০ জন শ্রমিকের নাম তালিকা ভূক্ত করেন। বাকী প্রায় ১৯০-২০০ জন শ্রমিকের সঙ্গে স্থানীয় লোকজনের মাধ্যমে যোগ সাজসে নাম তালিকা ভক্ত করেন এবং তাদের নিকট থেকে প্রতি ৪০ দিনে ৫০০০ টাকা থেকে ৬০০০ টাকা করে চেয়ারম্যান নগদ গ্রহন করে বিল প্রধানের ব্যবস্থা করেন এবং ১০০ জন শ্রমিকের নাম ব্যবহার করে হিসাব নম্বরের জায়গায় তার নিজস্ব আত্মীয় স্বজনের মোবাইল হিসাব নাম্বর ব্যবহার করে পুরো ১০০জন শ্রমিকের সমস্ত মজুরির টাকা আত্মসাত করে যা সরেজমিনে তদন্ত করলে দেখতে পাবেন।

সাবেক প্রধানমন্ত্রীর উপহার সবার জন্য গৃহ নির্মান কর্মসূচীতে উপকার ভোগীর নিকট থেকে ২০হাজার টাকা নিয়ে বছরের পর বছর ঘুরিয়ে কিছু লোককে ঘর প্রদান করেন। মাতৃত্বকাল ভাতা প্রদানকর্ম সূচীর আওতায় গর্ভবতী মহিলাদের নিটক থেকে ১০ টাকা নগদ নিয়ে ভাতাভোগী বাছাই করেন। ইউনিয়নে বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচীর ১৫২ জন উপকার ভোগীর নিকট থেকে ৬থেকে৭হাজার টাকা নিয়ে নাম মাত্র লটারী প্রক্রিয়া করে চেয়ারম্যান তার নিবার্চিত টাকা নেওয়া মহিলাদের নাম তালিকাভূক্ত করেন। এছাড়াও ইউনিয়নে বরাদ্দকৃত ৪৫০০ জন ভিজিএফ কর্মসূচীর উপকারভোগীর মধ্যে প্রায় ১হাজার বিজিএফ স্লিপ চেয়ারম্যান নিজে রেখে বিক্রি করেন এবং ৩৫০০জন উপকারভোগীদের মধ্যে ৭ কেজি ৮ কেজি হিসাবে চাউল বিতরণ করে আসছেন দীর্ঘদিন ধরে।তার এই সীমাহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এতোদিন কেও কিছু বলতে গেলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে দমিয়ে রেখে ছিলেন।

দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে নানা রকম অনিয়ম দুর্নীতি ও নাগরিকদের হয়রানি নিরসনে জরুরি ভিত্তিতে পদত্যাগের দাবি বাস্তবায়নে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,জামালপুর জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ