দেওয়ানগঞ্জের কাঠারবিলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

আলিম আকন্দ স্টাফ রিপোর্টার দেওয়ানগঞ্জ : দেওয়ানগঞ্জ থানাধীন হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠার বিল বাজারের উত্তর পাশে হাতি ভাঙ্গা এমএম মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩রা (আগস্ট)২০২৫ রোজ(রবিবার) বিকাল ৩ ঘটিকার সময় হাতিভাঙ্গা ছাত্র সমাজের উদ্যোগে “মরহুম আলতাফ হোসেন মন্ডল স্মৃতি স্মরণীয় ফুটবল টুর্নামেন্ট “হাতিভাঙ্গা এমএম মেমোরিয়াল ডিগ্রী কলেজ” মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন- এমএম চৌধুরীপাড়া স্পোর্টিং ক্লাব ও চকপাড়া স্পোটিং ক্লাব।
এ বিষয়ে উক্ত খেলার আয়োজক কমিটি জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো। আজকের ফুটবল টুর্নামেন্টে এমএম চৌধুরী পাড়া স্পোর্টিং ক্লাব দল ০৩-০১ গোলে চকপাড়া স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ৩২ (ইঞ্চি) ট্রফি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ১৬ (ইঞ্চি) ট্রফি ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ