আলীম আকন্দ দেওয়ানগঞ্জ : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ ফেরিঘাটে ফুটানি বাজার এলাকায় আখ ক্ষেতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।
আজ ২৯ জুলাই ২০২৫ ইং রোজ ( মঙ্গলবার) বিকেলে চুকাইবাড়ি ইউনিয়নের ফুটানি বাজার খেওয়া ঘাটের হাফ কিলোমিটার দক্ষিণ পার্শ্বে নাজমুল কাজীর আখ ক্ষেতের ভিতরে অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) লাশটি এলাকাবাসী দেখতে পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় সংবাদ দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উক্ত ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয় ।
তার পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, জানার চেষ্টা চলছে । মৃত ব্যক্তির পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল।ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর মর্গে পাঠানো হয়েছে।