দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে মাটিবাহি একটি মাহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে আয়েশা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ৩টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা মাটি বোঝাই একটি মাহেন্দ্র গাড়ি আয়েশার গায়ের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আয়েশা খাতুন ডাংধরা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র সন্তান। কিছুদিন আগে নানা বাড়িতে বেড়ানোর জন্য আসে।
দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এলাকাবাসী গাড়ি আটক করে পুলিশে খবর দেয়।
বিভিন্ন ভারি মালামাল বহনের কাজে স্থানীয়ভাবে ব্যবহৃত মাহেন্দ্র গাড়িগুলোর বেপরোয়া চলাচলের কারণে সন্তানদের নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকে এলাকাবাসী। এসব গাড়ির নিয়মিত চলাচলের ফলে স্থানীয় সড়কগুলোও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে সেখানে দেখা দিচ্ছে ফাটল, গর্ত ও ভাঙাচোরা। কিন্তু গাড়ির মালিকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার কারণে এসব নিয়ন্ত্রণে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, ঘটনার খবর শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই।
এবং গাড়ি জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।