মোঃ ফরহাদ রেজা, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৪ ইং শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে শুরু করে ধারাবাহিক ভাবে দুপুর ২টা পর্যন্ত চলমান থাকে।
অথেনটিক সেন্ট্রাল স্কুলের শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান ও সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ সঞ্চালনায় সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সানন্দবাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মাওলানা মো. নাজমুল হক সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার,চারামখাওয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আরজান আলী, বাংলাদেশ জামাতে ইসলামী ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ আকন্দ,বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক শহিদুর রহমান,
সানন্দবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব শামসুল হক, সানন্দবাড়ী পিআইসির ডিএসবি আব্দুর রাকিব খান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ার্ডন্যান্স ও সভাপতি অসকস আবু শামা, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার ৫ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব রক্ত জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হাসেন আলী প্রমুখ।
প্রধান অতিথি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই প্রতিটা ছাত্র/ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ ফলাফল ঘোষণা ও অতিথিদের বক্তব্য প্রদানের পরে স্কুলের প্রতি শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফলাফলের জন্য এবং অতিথিদের হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি আরও বলেন, অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ভালো ফলাফল করায় আমি শিক্ষকদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। এ ধারা যেন ভবিষ্যৎ অব্যাহত থাকে।