দেওয়ানগঞ্জে ঐতিহ্যবাহী ” বদন ” খেলা

doinikjamalpurbarta

মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাংলার ঐতিহ্যবাহী গাদন (বদন) খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

১লা আগস্ট (শুক্রবার) বিকেলে উপজেলার লংকারচর মিলন মোড় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সাতদিন ব্যাপী খেলার সপ্তম দিনে ফাইনাল এ পর্বে অংশ নেয় ‘বন্ধু মহল’ ও ‘তানিয়া জুয়েলার্স’ দল।
লংকারচর যুব সমাজের আয়োজনে মো. আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে গাদন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ আহমেদ।
ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে অত্র অঞ্চলে উৎসবের আমেজ তৈরি হয়।
সরেজমিন দেখা যায়, মো. হাবিবুর রহমান বাঁশিতে ফুঁ দিয়ে প্রধান পরিচালক হিসেবে খেলার উদ্বোধন করেন। এরপর শুরু হয় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। প্রাচীন এ খেলাটি দেখতে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পুরুষদের পাশাপাশি শিশু-কিশোর ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় অন্যান্য জনের মধ্যে উপস্থিত ছিলেন পিডিবিএফ এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নুনববী সরকার, মো. শফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান প্রমুখ।
আয়োজক সদস্য লিখন মিয়া জানায়, এক সময় হা-ডু-ডু, কাবাডি, লাঠিখেলা, গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ, এক্কাদোক্কা, ডাংগুলি, হাঁড়িভাঙা, গাদন, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াইসহ অনেক ধরনের গ্রামীণ খেলার প্রচলন ছিলো। কালের বিবর্তনে এসব খেলার অধিকাংশই হারিয়ে গেছে। গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। আমরা চেষ্টা করবো প্রতিবছর এ খেলার ধারা অব্যাহত রাখতে।
অধ্যপক মো. শেখ আহমেদ বলেন, হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে একটি ‘গাদন’। একসময় এই খেলাকে ঘিরে গ্রামীণ মানুষের মধ্যে তৈরি হতো নাড়ির টান ও প্রাণের আনন্দ। আধুনিকতার ছোঁয়ায় সেইসব খেলা আজ প্রায় বিলুপ্তির পথে। বাংলার এ ঐতিহ্যকে ধরে রাখতে যুব সমাজের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। বর্তমানে কিশোররা মোবাইল, কম্পিউটারে কৃত্তিম খেলা নিয়ে ব্যস্ত থাকে। তাদের এ ধরনের খেলার চর্চা খুবই দরকার।
খেলায় ৩-০ গাদনে ‘বন্ধু মহল’ দল জয় লাভ করে। পরে উভয় দলের মাঝে আমন্ত্রিত অতিথিগণ পুরস্কার তুলে দেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ