দেওয়ানগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাথি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ কাঠারবিল গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দক্ষিণ কাঠারবিল গ্রামের কৃষক খোরশেদ আলমের স্ত্রী সাথি আক্তার তিন কন্যা সন্তানের জননী। তাদের সংসারে অভাব অনটন থাকায় প্রতিনিয়তি পারিবারিক কলহ লেগে থাকত। বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে রশি দিয়ে ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাথি আক্তার।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, পারিবারিক অশান্তি থাকায় গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ