দেওয়ানগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জামালপুর বার্তা :

দেওয়ানগঞ্জে বুধবার সরকারি হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের সদস্য সচিব রকিবুল হাসান সানি’র সঞ্চালনায়

এ সভায় বক্তব্য রাখেন,(ভার্চুয়ালি) প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সাদা, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন শোভন ,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনজু হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক বিপ্লব মন্ডল, একেএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকসহ আরো অনেকে।

এর আগএকটি র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠে এসে শেষ হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ