নিজস্ব প্রতিবেদক : জামালপুরের দেওয়ানগঞ্জের বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডাংধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মাইনুল ইসলামের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আখেরুজ্জামান নয়া।
সৌজন্যঃ মোঃ সারোয়ার- ই- আলম, সাবেক সহ- সভাপতি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুর রশীদ মন্ডল (ফটিক), সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি ডাংধরা ইউনিয়ন, আলহাজ্ব আব্দুস সামাদ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি, আলহাজ্ব অধ্যাপক (অব.) তারগীব হোসেন পাতা,
সহ-সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি,মোাঃ মতিউর রহমান (মতি),সহ-সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি,
মোঃ মহাসিন উদ্দিন (মিলন),সহ-সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি,মোঃ জুলহাস উদ্দিন
সহ-সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি,
মোঃ আজাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডাংধরা ইউনিয়ন বিএনপি,মোঃ মমতাজুল ফারুক (বিপ্লব),
আহ্বায়ক ডাংধরা ইউনিয়ন যুবদল,
আরিফুর রহমান শামীম, সদস্য সচিব ডাংধরা ইউনিয়ন যুবদল, শাহীন আহমেদ, সভাপতি ডাংধরা ইউনিয়ন ছাএদল,মোঃ গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক ডাংধরা ইউনিয়ন ছাএদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিভিন্ন গ্রাম, ওয়ার্ড থেকে আসা প্রায় ১ হাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।