নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বহুদিনের লালিত স্বপ্ন, একটি আধুনিক ও মানসম্মত হাসপাতাল গড়ার প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ডিডিএফ জেনারেল হাসপাতালের আয়োজনে পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (গতকাল) সকাল ১১টায় দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান এবং জামালপুরের চিকিৎসা খাতের পরিচিত মুখ আশরাফুল ইসলাম (বুলবুল), যিনি জামালপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাবেক সেক্রেটারিও ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব জহুরুল ইসলাম এবং পরিচালক জনাব আবু তাহের মন্ডলসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আশরাফুল ইসলাম বলেন, “দেওয়ানগঞ্জ একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে অনেক জরুরি রোগী জেলা হাসপাতালে পৌঁছার আগেই প্রাণ হারান। এই করুণ বাস্তবতা আমাদের ভাবিয়েছে। তাই সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা থাকলে খুব দ্রুতই আমরা এই হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন করে উদ্বোধন করতে পারব। এতে করে দেওয়ানগঞ্জবাসী উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন, আর কোনো রোগী আর্থিক ও ভৌগোলিক অসুবিধার কারণে বিনা চিকিৎসায় প্রাণ হারাবে না।”
সভায় হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা, সেবার মান, জনবল নিয়োগ এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সকলে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।