দেওয়ানগঞ্জে মানবিক প্রত্যয় সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

doinikjamalpurbarta

মোঃ ফরহাদ রেজা দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে
মাদারের চর মাষ্টার পাড়া ও চর মাদারে মানবিক প্রত্যয় সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে ঈদের হাসি ফোটাতে উপহার বিতরণ করা হয়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে সম্পন্ন হয় এই মহতী আয়োজন সম্পন্ন করেন সংগঠনটি।

মোঃ জুয়েল মাহমুদ এর সঞ্চালনায়
ঈদ উপহার বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ আবুল হাসেম মাষ্টার সাধারণ সম্পাদক ২ নং চর-আমখাওয়া ইউনিয়ন বিএনপি,আলহাজ্ব মোঃ মৌলভী সিরাজউদ্দীন, মোঃ নুরনবী মোল্লা, মোঃ ইমদাদুল হক, মোঃ জাকারিয়া জাকির, মোঃ জাকিউল ইসলাম, মোঃ মালেক হক, মানবিক প্রত্যয় সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ রায়হান মাহমুদ, সদস্য মিল্লাত, নাছির,আখি,লিমন,সবুজ,নাজিম,মানিক,সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের প্রতিনিধিরা বলেন, “আমরা চাই ঈদের আনন্দ শুধু নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, যাতে সমাজের প্রত্যেকটি মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

মানবিক প্রত্যয় সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ রায়হান মাহমুদ জানান এই মহতী আয়োজনে যারা আর্থিক,শ্রম এবং মানসিক ভাবে সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক প্রত্যয়-এর মতো সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ