দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

doinikjamalpurbarta

মোঃ ফরহাদ রেজা,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে মিনি ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতের নাম মো. রাশেদ আকন্দ (৩০)।

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী আকন্দের ছেলে।

নিহত রাশেদ আকন্দ যমুনা রেল সেতু উন্নয়ন প্রকল্পের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৬ মার্চ) কর্মস্থল টাঙ্গাইল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রাশেদ আকন্দ।

তিনি বিকাল সাড়ে ৫ টার দিকে দেওয়ানগঞ্জের পাথরেরচর বাজারের দক্ষিণ মসজিদ সংলগ্ন মোড় এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা মিনি ট্রাকটি আটক করে।
দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ: রহিম জানান, এঘটনায় মিনি ট্রাকটি আটক করা গেলেও ঘাতক চালক পালিয়ে যায়।

নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঈদের আগে এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ