নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলায় শতাধিক অসচ্ছল প্রতিবেশীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জনকল্যাণমূলক সেচ্ছাসেবী সংগঠন চকবেলতৈল ইয়াং স্টার ক্লাব।
শুক্রবার(২৮ মার্চ) সকালে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চকবেলতৈল এলাকায় প্রায় শতাধিক প্রতিবেশীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম-২০২৫ অনুষ্ঠিত হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ক্লাবের সদস্য, চাকুরীজীবি এবং প্রবাসী রেমিট্যান্স যুদ্ধাদের আর্থিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করা হয়। গত ছয় বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজান মাসে এলাকার প্রতিবেশীদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, সেমাই, গুঁড়াদুধ,ডিম, সাবান,পিঠাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এবং কিছু এতিম ও অসহায়দের মাঝেও ঈদের বিভিন্ন পোশাক দেয়া হয়। এতে সুবিধাভোগী পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।
সংগঠনের সদস্যরা জানান,প্রতিবছর এই কাজে অংশগ্রহণের মাধ্যমে ঈদের আনন্দ খুঁজে পায়। সেই সাথে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান তারা
উল্লেখ্য, এলাকার দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতায় চকবেলতৈল ইয়াং স্টার ক্লাব দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা ও ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে কাজ করছে। অসচ্ছলদের সহায়তা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবদান রেখে চলেছে।
ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংগঠন সংশ্লিষ্টরা।
সংগঠনটিতে এলাকার শতাধিক সদস্য এসব কার্যক্রম পরিচালনা করে থাকে।