দৈনিক জামালপুর বার্তার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধ : আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে জামালপুরে দৈনিক জামালপুর বার্তা ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ  শনিবার (৮ ফেব্রুয়ারি ) সকাল এগারো ঘটিকায় জামালপুর রেলস্টেশন রোড হাজি মার্কেট এর তৃতীয় তালায় নিজস্ব কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক মন্ডলী সভাপতি মো: ইমরান কাইসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য-সচিব মো: সোহেল রানা খান।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের কোষাধক্ষ্য মো: কাফি পারভেজ।

সোহেল রানা খান বলেন ” সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ ” সত্যের পক্ষে সব সময় যুদ্ধ করে সত্যকে প্রতিষ্ঠাতা করাই হচ্ছে সাংবাদিকদের লক্ষ্য ও উদ্দেশ্য।

তাই আমি দৈনিক জামালপুর বার্তা ডটকম এর সকল প্রতিনিধিদের কে বলবো সঠিক তথ্য ও মেয়ের পথে কলম ধরবেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে কখনো ভয় পাবেন না।
তিনি আরো বলেন দৈনিক জামালপুর বার্তা ডটকম এর সাফল্য কামনা করছি।

এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েত ইসলাম এর সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক মো: মনজুরুল হক, মো: মুক্তাদ্দির হোসেন সেলিম, মো: শরিফুল ইসলাম ঝোকন, মো: ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, দৈনিক জামালপুর বার্তার উপজেলার সকল সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।

এতে বক্তারা সাংবাদিকদের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সেই সঙ্গে কোনো পক্ষের কাছে বিক্রি না হওয়ার আহ্বান  জানান বক্তারা।
পরে বৈষম্য ছাত্র আন্দোলনের মৃত্যুবরণকারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ