রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান এসএম সাইদুর রহমানসহ ইউপি সদস্যরা।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি, সোনাপুর, ঘুঘুমারী ও নামাজের চর এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে গত কয়েকশ পরিবারের বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নদে বিলীন হয়ে গেছে। বসতভিটা বিলীন হওয়ায় অন্যের জমিতে ঠাঁই নিয়েছে অনেক পরিবার। তবে ওইসব এলাকায় এখনও ভাঙন অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার দুপরে ৩০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করে উপজেলা প্রসাশন।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সুখেরবাতি এলাকার বুলবলি খাতুন, সাজেদা খাতুন ও সোনাপুর এলাকার বাহার আলী বলেন, নদী ভাঙনে শিকার হয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছিলেন তারা। এই চাল পেয়ে কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছে তাদের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামসুদ্দিন বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জিআরের ৬ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। তাই এসব চাল চরশৌলমারী ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে বিতরণ করা হয়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের ৩০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ