বিপুল হোসেন, নান্দিনা : প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখা।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার মডেল একাডেমি সংলগ্ন মাঠে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন-নির্বাচনের তারিখ নিয়ে আমার কোন মাথাব্যথা নাই। আমার মাথাব্যথা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
তিনি আরও বলেন, সাবেক সিইসি হাবিবুল সাহেব বলেছেন, বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় তবে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বলতে চাই, সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
কাজেই আগে সংস্কার পরে নির্বাচন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কী হয় নাই, পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচন আগে দেন। যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয় তবে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ ক্বারী মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ, সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, দ্বীনি সংগঠন জেলা শাখার সভাপতি মো. শামছুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মুফতি শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি হুমায়ুন কবীর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. ময়নাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. নাহিদ খান প্রমুখ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুব আন্দোলনের দপ্তর সম্পাদক ক্বারী মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত হাফেজ নেওয়াজ আহাম্মেদ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের পক্ষে মাওলানা আরিফ বিল্লাহ।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা ও সদর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।