মোঃ বিপুল হোসেন, নান্দিনা,জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরের নান্দিনায় মানব শিকল বাংলাদেশে আয়োজনে হিফজুল কোরআন ও হামদ- নাত-২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় ১ম বার্ষিক হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার হিফ্জ বিভাগের ছাত্ররা তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন।
নান্দিনা নয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ইমরান হুসাইনের সঞ্চালনায় কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কেন্দ্রীয় বিচারকদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় পবিত্র কুরআন শরীফের যেকোন ১০ পারা থেকে তেলাওয়াত করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা সমাপ্তি হয়। এসময় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগণ, স্থানীয় ওলামায়ে কেরামগণ,এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মানব শিকল বাংলাদেশের সদস্যবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা আয়োজনে নান্দিনা নয়া পাড়া ছাত্র-যুব সমাজ ও প্রবাসীগণ সার্বিক সহযোগিতা করেন।