নান্দিনায় ১১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ টাকা উদ্ধার, আটক ১

doinikjamalpurbarta

বিপুল হোসেন,নান্দিনা প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নান্দিনার বালিয়াপাড়া থেকে মাদক ব্যবসায়ী রশিদের বাসায় তল্লাশী চালিয়ে ১১১ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রিত প্রায় ৩ লাখ ৩৪ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ীর স্ত্রীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মাদক ব্যবসায়ীর বাসাতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তাৎক্ষণিকভাবে আটককৃত নারীর নাম পরিচয় জানা যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল আলিম রাজ জানান, গোপন সংবাদ ভিত্তিতে স্থানীয় এলাকাবসীকে নিয়ে মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালায়।

এতে বাড়ীর ভেতর থেকে একশত ১১ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ লাখ ৩৪ টাকা উদ্ধার করে জব্দ করি। অভিযানের খবর পেয়ে মাদক ব্যবসায়ী রশিদ পালিয়ে যায়। ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রীকে আটক করেছি। এ ব্যাপারে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ