মোঃ বিপুল হোসেন, নান্দিনা : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নান্দিনা মধ্যবাজার জনতার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি জামালপুর জেলা শাখার সদস্য এসএম জোবায়েদ হোসেন লিখন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নান্দিনা বাজার শাখার সভাপতি আলহাজ্ব এসএম শামছুল হক, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডা: ইয়াছিন আলী আকন্দ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম জিয়া, নান্দিনা ডা: আদনান ডায়াগনো কমপ্লেক্স এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শরিফুল ইসলাম, সদস্য পলাশ, আব্দুর রউফ, ফয়সাল, আকাশ, ইয়াজদানী, জাহিদুল ইসলাম সুবীন, আসিফ, শিপন, রাব্বী, পান্না, সোহেল।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন আরিফুল হক।
মানববন্ধনে বক্তারা বলেন, জরুরি ভিত্তিতে সকল ওষধের বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ওষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া ও প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ওষধ কোম্পানী কর্তৃক ওষধ সরবরাহ বন্ধ করা, সকল ওষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।
এসব দাবি বাস্তবায়ন না করা হলে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এবং তাদের নির্দেশক্রমে কঠোর পদক্ষেপসহ আগামীতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
মানববন্ধনে নান্দিনা বাজারের সকল ওষধ বিক্রেতা ও মালিকগণ উপস্থিত ছিলেন।