পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখায় ঋণ খেলাপি পুলিশের হাতে আটক।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : জামালপুর জেলার সদর থানা পুলিশ স্কার্ফ এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিক একেএম শফিকুল ইসলাম জুলহাসকে বজ্রাপুর অফিস থেকে আটক করেছে।

তিনি পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখায় ঋণ খেলাপি ছিলেন।

২৭ অক্টোবর রোববার ব্যাংকের বিশেষ বাহিনী ও বকশীগঞ্জ শাখার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

২০২৩ সালের ৮ অক্টোবর জামালপুরের যুগ্ম দায়রা জজ ও জজ ফাইন্যান্স আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করার পর এক বছরেরও বেশি সময় ধরে গ্রেফতার এড়িয়ে চলছিল জুলহাস।

পদ্মা ব্যাংক পিএলসির কাছে তার পাওনা তেইশ কোটি তেত্রিশ লাখ টাকা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ