ষ্টাফ রিপোর্টারঃ সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলফাজ উদ্দিনের পাকা বাড়ীর পাশে থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে রূপালী ব্যাংকের কর্মরত লিটনের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।
আলফাজ উদ্দিন বলেন, আমার বাবা আবুল কাশেম ২০১৩ সালে পাখাডুবি মৌজার ৬ শতাংশ জমি সাব কবলা মূলে আমার নামে লিখি দেন। আমার সৎ ভাই লিটন আমার জমির ভিতরে জোরপূর্বক টিনের বাউন্ডারি দেন।
কোন কিছু বলতে গেলে প্রাণনাশের হুমকি ও মামলার ভয় ভীতি দেখায়।
তাকে এলাকার লোকজন কিছু বলতে গেলে কাউকে তোয়াক্কা করেন না।
এ ব্যাপারে লিটনের স্ত্রী বিপাশা বলেন, আমাদের উঠান বাইরেকে বৃষ্টি হলে পানি ভরে যায় এজন্য আমরা মাটি কেটে দিয়েছি।
এ বিষয়ে অবসর সেনা সদস্য আলফাজ উদ্দিন স্থানীয় ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ।