পিংনায় চলছে জমজমাট জুয়ার আসর, দেখার কেউ নেই।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা:  সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা এলাকায় তাস দিয়ে চলছে জমজমাট জুয়ার আসর। জুয়াড়ী শফিকুল, শাহান শাহ্, দুলাল, বাছেদ ও দেলসাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে খেলার স্থান পরিবর্তন করে করে চলছে জুয়া খেলা।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার শাসনামলে এই জুয়া খেলাকে কেন্দ্র করে ৩ টি হত্যাকান্ডের ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে বন্ধ হচ্ছে না তাস দিয়ে জুয়া খেলা। তারা আরো জানান, এই জুয়া খেলার কারণে এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। জুয়াড়ীরা আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী লোকজন হওয়ায় আমরা সাধারণ জনগণ অসহায় হয়ে পড়ছি বলেও জানান তারা।

জুয়াড়ী বিএনপি নেতা শফিকুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কিছুদিন আমরা এই জুয়া খেলাটি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে ভূঞাপুর থানার অর্জুনা তালতলার দেলসাদের নেতৃত্বে ভূঞাপুর থানার ভিতর এই জুয়া খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
অর্জুনা তালতলার জুয়াড়ী আওয়ামী লীগ নেতা দেলসাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি আওয়ামী লীগ করি। আগে আমি এই খেলাটি নিয়ন্ত্রণ করেছি।

এটা সত্যি। বর্তমানে এই জুয়া খেলাটি সরিষাবাড়ীর বিএনপির নেতা শফিকুল, বাছেদ, দুলাল,শাহান শাহ্, ফরহাদ, মুঞ্জ, ফরিদ, আলম ডাকাত গ্রুপটি নিয়ন্ত্রণ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি আওয়ামী লীগ করি বলে ওরা আমার উপর দোষ চাপিয়ে দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা ৫/৭ জনে আত্মসাৎ করছে। এই জুয়া খেলার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জুয়াড়ী নেতার সাথে কথা হলে তারা বলেন- বালিয়ামেন্দা চরের এই জুয়া খেলাটি আওয়ামী লীগ সরকারের শসনামলে শুরু হয়েছে। আগে আওয়ামী লীগের নেতারা খেলা চালাতো আর এখন আমরা বিএনপির লোকজন মিলে চালাচ্ছি। এতে যা আয় হয় তা আমরা সকল নেতাকর্মীরা সমহারে বন্টন করে নিই। এক প্রশ্নের জবাবে তারা পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি তাতে সাঁড়া দেননি।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন- আমি সাম্প্রতিক যোগদান করেছি।

বালিয়ামেন্দায় তাস দিয়ে জুয়া খেলার সংবাদটি আমি মাত্রই অবগত হলাম। তিনি আরো বলেন- সরিষাবাড়ীতে কোন মাদক-জুয়ার আসর আমি চলতে দিবো না। দ্রুত জুয়াড়ী বিরুদ্ধে অভিযান পরিচালনার আশ্বাসও দেন তিনি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ