পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশের পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর উদ্যোগে অত্র স্কুলের ফাইনাল সেমিস্টার পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেস এর সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্লেসের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা-সহ প্লেসের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাইনাল সেমিস্টার পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেডেল, বেস্ট হেন্ড রাইটিং এর জন্য ক্রেস্ট, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ