নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা : আজ রবিবার (০১ ডিসেম্বর) সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা জামালপুর মহোদয় মেলান্দহ থানায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে, নিষ্ঠার সাথে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি বিট পুলিশদের সাথে যোগাযোগ বজায় রেখে গ্রামের আইন-শৃঙ্খলা, প্রত্যন্ত এলাকার আইন-শৃঙ্খলা, চুরি, সামাজিক অপরাধ এবং অন্যান্য অপরাধের সংবাদ বিট পুলিশদের কাছে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম জামালপুর।