প্রবাসী স্ত্রী  সেই অন্তসত্তা হাসপাতালে বেডেই মৃত্যু-এলাকায় চাঞ্চল্যের  সৃষ্টি 

doinikjamalpurbarta

বিপুল মিয়া জামালপুর : জামালপুর সদর উপজেলার ঝাউরাম এলাকার জাহাঙ্গীর আলমের লালসার শিকার প্রবাসী স্ত্রী বুলি বেগম ৪ মাসের গর্ভবতী হয় অবশেষে গোপনে গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের আউটসোসিং এ কর্মরত ঝাউরাম এলাকার আব্দুল করিমের সহযোগিতায় ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বুলিকে।

বুলির অবস্থার অবনতি হলে ১০ দিন পর কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিধিবাম অতিরিক্ত রক্তক্ষরণে ফলে আজ মঙ্গলবার বুলি বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাত দুইটার সময় মারা জান!  লম্পট জাহাঙ্গীর! ও আব্দুল করিমের বিচারের দাবী স্থানীয় এলাকাবাসীদের।

আঃ করিম   তিনি জামালপুর জেনারেল হাসপাতালে আউট সোসিং এ কাজ করেন তার দ্বায়িত্ব জেলার ধর্ষণ ঘটনায় হাসপাতালে আগত রোগীদের তথ্য  সংগ্রহ করা তিনি ধর্ষণের এসব তথ্য বিভিন্ন জায়গায় ব্যক্তিগত সুবিধা  জন্য মোটা  অংকের টাকা সরবরাহ করে থাকেন ধর্ষণের রোগীদের কাজ থেকে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ