নিজস্ব প্রতিবেদক : ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার মেক্সিকানে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি এবিএম মাকসুদুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো:ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, বাংলাদেশ জাতীয়বাদী ড্যাবের সভাপতি ডাক্তার আহমেদ আলী আকন্দ।
ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম
জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আরমান আলী আরজুর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্কয়ার ফার্মা আর এসএম মোহাম্মদ মাহবুবুর রহমান, বেক্সিমকো ফার্মা আজিজুল করিম, ক্লিনিক মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুনু অর রশিদ, বিসিডিএস সভাপতি রমজান আলী রঞ্জু।
অনুষ্ঠানের আয়োজনে সার্বিক সহায়তা করেন ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম জামালপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজু, সংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, মোশারফ হোসেন ও মাহবুবুর রহমান কামাল ।