নিজস্ব প্রতিবেদক : শনিবার (১২ এপ্রিল) রাতে জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া পশ্চিমপাড়ায় ফুটন্ত কলি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফিলিস্তিনের সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ শাহজাহান আলী সাজু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ লিখন শেখ। মাহফিলে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মোঃ আশেক মাহমুদ আশু, মোঃ সারোয়ার হোসাইন বিদ্যুৎ, মোঃ মমিনুর ইসলাম মমিন, মোঃ খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ রুবেল শেখ, সহ-সভাপতি মোঃ হানিফ উদ্দিন ও মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কায়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু, প্রচার সম্পাদক মোঃ জনি, জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান রনি এবং শহর পরিবহন শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ জামাল শেখসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
দোয়া পরিচালনা করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সম্রাট।
মাহফিলে দখলদার ইসরায়েলের নির্মম হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।