ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মার্চ ফর গাজার সমর্থনে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল

doinikjamalpurbarta

ফরহাদ রেজা,দেওয়ানগঞ্জ : ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চরে ছাত্র-জনতা। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে ছাত্র-জনতা।

আজ শনিবার (১২ এপ্রিল) বিকালে পাথরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং পরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

মোহাম্মদ মাইনুল ইসলাম, (সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯ওয়ার্ড) এর সঞ্চালয়নায়, সভাপতিত্ব করেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফোটা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯ নং ওয়ার্ড।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে।

ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।

বক্তারা বলেন গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল, আমেরিকা, জাতিসংঘকে দায়ি করে বিশ্বের ৫৭টি মুসলিম দেশ মিলে আলাদা জাতিসংঘ গঠন করার দাবি জানান। এছাড়াও সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান।

ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আলআকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন-
পেশ ইমাম হাফেজ মোহাম্মদ রেজাউল করিম ইমাম ও খতিব পাথরের চর শাহী জামে মসজিদ।

হাফেজ মুফতি মোহাম্মদ খোরশেদ আলম ইমাম ও খতিব পাথরের চর পূর্ব পাড়া জামে মসজিদ, মাওলানা সামছুল আলম ইমাম ও খতিব কবিরপুর জামে মসজিদ শ্রেষ্ঠ ইমাম ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর,
মোঃ আকরামুজ্জামান, ইমাম ও খতিব পাথরের দক্ষিণ জামে মসজিদ, মোহাম্মদ সাইফুল ইসলাম ইমাম কুমারের চর জামে মসজিদ, হাফেজ মোঃ রেজাউল করিম (রিপন) ইমাম মুন্সি পাড়া জামে মসজিদ, হাফেজ মোঃ ইউনুস আলী ইমামও খতিব গোয়ালকান্দা মুন্সি পাড়া জামে মসজিদ, মোঃ বাবুল মিয়া ইমাম চেংটিমারী মধ্যে পাড়া পাঞ্জেগানা মসজিদ, মোহাম্মদ খোরশেদ আলম সমাজসেবক পাথরের চর, মোঃ কাউসার আলম শিক্ষক দ্বীপশিখা উচ্চ বিদ্যালয় পাথরের চর, মোঃ জহুরুল ইসলাম, মোঃ লিমন মিয়া, মনোয়ার হোসেন মনু প্রমুখ।

এ সময় আরও উলামায়ে কেরাম বক্তব্য রাখেন। বলেন, যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন বন্ধ হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ