ইমরান সরকা বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে এক নারীর (৩৫) নিহত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এদুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকটি রেখেই পালিয়ে যান ঘাতক চালক।
স্থানীয় সূত্র জানান, যদুরচর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত ওই নারী। এসময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।
তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করছিলেন। সবাই তাকে মানসিক প্রতিবন্ধী হিসেবেই জানেন। তার বাড়ি কোথায় সেটা কেউ বলতে পারছেন না।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় সনাক্ত হয়নি । এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।