বকশীগঞ্জে দুই শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

Md Mahabubur Rahman

ইমরান সরকার স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানে জামালপুরের বকশীগঞ্জে দুই শহীদ রিপন মিয়া ও শহীদ ফজলুল করিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার ৫ আগস্ট সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। তারা শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) আসমা- উল -হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশার , উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা জাইকার প্রধান রুপন কুমার বসাক , উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামান, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ