বকশিগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বাঁধ নির্মাণ অপসারনের বাধা দেওয়ায় ২ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে চর আইরমারি এলাকায় নদীতে বাঁধ নির্মাণ করা এবং বাঁধ অপসারণে সরকারি কর্মচারীদের বাঁধা দেয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার চর আইরমারি গ্রামের সোনার উদ্দিনের ছেলে রহমত আলী (৪০) ও মৃত হাসান আলীর ছেলে ইউসুফ আলী (৩২) এবং উক্ত ভ্রাম্যমাণ আদালতে অজ্ঞাত ৫০ জনকে আসামী করা হয়েছে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে চর আইরমারি ও পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়াপাড়া দশানী নদীতে অবৈধ ভাবে বাঁধ নির্মাণের ফলে নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নদীর গতিপথ ফিরিয়ে আনতে বাঁধ দুটি অপসারণ করা দরকার।
সে লক্ষ্য বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা আজ বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ প্রশাসন, যৌথ আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবর্গের উপস্থিতে এক গণশুনানীর আয়োজন করা হয়।
গণশুনানীতে দুই উপজেলার নেতৃবৃন্দ ও এলাকার মানুষের কথা শুনে বাঁধ দুটি অপসারণের সিধান্ত গ্রহন করা হয়।
সে মোতাবেক বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে চর আইরমারি এলাকায় নদীতে বাঁধ নির্মাণ অপসারণ করতে গেলে কারাদণ্ডপ্রাপ্তরা বাধাঁ সৃষ্টি করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদন্ড দেওয়া হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান, দুই উপজেলায় নদীতে অবৈধ বাঁধ অপসারণে আদেশ দিয়েছি, যারা বাঁধা দিয়েছে তাদেরকে আমরা আটক করেছি ও নিয়মিত মামলা হয়েছে। বাঁধ দুটি যদি দ্রুত অপসারণ না করা হয় পরবর্তীতে আরও অভিযান পরিচালনা করা হবে।