বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

doinikjamalpurbarta

ইমরান সরকার স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল শুক্রবার (১ আগস্ট ) রাতে উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলেন, উপজেলার পৌর এলাকার সীমারপাড় গ্রামের মীর জামাল বকশী ছেলে পৌর যুবলীগ যুগ্ন আহবায়ক মহসিন বকশী (৩৫)।পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ প্রসঙ্গে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, নাশকতা মামলায় পৌর যুবলীগের যুগ্ন আহবায়ককে শনিবার দুপুরে আদালতের প্রেরন করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ